Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

মাধ্যমিক স্তরের উপবৃত্তি 

ছাত্র ও ছাত্রী নির্বাচন

জানুয়ারী মাসে প্রকল্পভূক্ত সকলপ্ রতিষ্ঠানের শ্রেণি  ভিত্তিক মোট ছাত্র ও ছাত্রীর সংখ্যার উপর ভিত্তি করে নির্ধারিত কমিটির মাধ্যমে ছাত্র ১০% ছাত্রী ৩০% (দরিদ্র, মেধাবী ও অবিবাহিত) নির্বাচন করেন। নির্বাচিত ছাত্র ও ছাত্রীদের ছবি সহ উপবৃত্তির ফরমসমূহ পূরন করেপ্ রকল্পের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা হয়।

১ম কিস্তির উপবৃত্তি বিতরণ

প্রকল্পের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১ম কিস্তির(জানুয়ারী-জুন) ACTSS (বরাদ্দপত্র) প্রেরণ করেন। সে মোতাবেক প্রতিষ্ঠান প্রধানগণের উপস্থিতিতে মাধ্যমিক কর্মকর্তা ও ব্যাংক কর্মকর্তার মাধ্যমে যোগ্য ছাত্র ও ছাত্রীদের টাকা বিতরণ করা হয়। 

২য় কিস্তি ছাত্রছাত্রী নির্বাচন

২য় কিস্তির (জুলাই-ডিসেম্বর) জন্য যোগ্য ছাত্র ও ছাত্রী নির্বাচনের জন্য প্রকল্পের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১ম কিস্তির নির্বাচিত ছাত্র ও ছাত্রীদের নামের তালিকা (FSP-3 ফরম) প্রেরণ করেন। ১ম সাময়িক পরীক্ষার পর সেতালিকা থেকে ঝরে পড়া(বিবাহিত,বদলীও মৃত্যু ও নিখোজ) ছাত্র ও ছাত্রী বাদ দিয়ে ২য় কিস্তির (জুলাই-ডিসেম্বর) জন্য নির্বাচিত ছাত্র ও ছাত্রীদের নামের তালিকা (FSP-3ফরম) প্রকল্পের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা হয়।

২য় কিস্তির উপবৃত্তি বিতরণ

প্রকল্পের কেন্দ্রীয় কার্যালয় থেকে ২য় কিস্তির (জুলাই-ডিসেম্বর) ACTSS (বরাদ্দপত্র) প্রেরণ করেন। সে মোতাবেক প্রতিষ্ঠান প্রধান এর উপস্থিতিতে মাধ্যমিক কর্মকর্তা ও ব্যাংককর্মকর্তার মাধ্যমে যোগ্য ছাত্র ও ছাত্রীদের হাতে টাকা বিতরণকরাহয়। 

উচ্চ মাধ্যমিক স্তরের উপবৃত্তি

একাদশ দ্বাদশ শ্রেণির ছাত্রী নির্বাচন

প্রকল্পভূক্ত সকল প্রতিষ্ঠানের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীর সংখ্যার উপর ভিত্তি করে নির্ধারিত কমিটির মাধ্যমে ছাত্রী ৪০% (দরিদ্র, মেধাবী ও অবিবাহিত) নির্বাচন করেন। নির্বাচিত ছাত্রীদের ছবি সহ উপবৃত্তির ফরমসর্মহ পূরণ করেপ্ রকল্পের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা হয়।

একাদশ দ্বাদশ শ্রেণির ছাত্রীদেরর উপবৃত্তি বিতরণ

প্রকল্পের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১ম কিস্তির ACTSS (বরাদ্দপত্র) প্রেরণ করেন। সে মোতাবেক প্রতিষ্ঠান প্রধানগণের উপস্থিতিতে মাধ্যমিক কর্মকর্তা ও ব্যাংককর্মকর্তার মাধ্যমে যোগ্য ছাত্র ও ছাত্রীর হাতে  টাকা বিতরণ করা হয়। 

২য়, ৩য়৪র্থ কিস্তি  ছাত্রীনির্বাচন

২য়, ৩য় ও ৪র্থ কিস্তির জন্য যোগ্য ছাত্রী নির্বাচনের জন্য প্রকল্পের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১ম কিস্তির নির্বাচিত ছাত্রীদের নামের তালিকা (মনিটরিং ফরম) প্রেরণ করেন। সে তালিকা থেকে ঝরে পড়া(বিবাহিত,বদলী ও মৃত্যু, নিখোজ) ছাত্রীদের বাদ দিয়ে ২য় ৩য় ও ৪র্থ কিস্তির জন্য নির্বাচিত ছাত্রীদের নামের তালিকা(মনিটরিং ফরম) প্রকল্পের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা হয়।

২য়,৩য় ৪র্থ কিস্তির উপবৃত্তি বিতরণ

প্রকল্পের কেন্দ্রীয় কার্যালয় থেকে ২য়, ৩য় ও ৪র্থ কিস্তির ACTSS (বরাদ্দপত্র) প্রেরণ করেন। সে মোতাবেক প্রতিষ্ঠানপ্ রধানগণের উপস্থিতিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ব্যাংক কর্মকর্তার মাধ্যমে যোগ্য ছাত্রীদের হাতে টাকা বিতরণ করাহ হয়।

স্নাতক(পাস) পর্যায়ে উপবৃত্তি

স্নাতক(পাস) পর্যায়ের ছাত্রী নির্বাচন

প্রকল্পভূক্ত সকলপ্র তিষ্ঠানের ১ম বর্ষ, ২য় বর্ষ ও ৩য় বর্ষের ছাত্রীর সংখ্যার উপর ভিত্তি করে নির্ধরিত কমিটির মাধ্যমে ছাত্রী ৪০% (দারিদ্র, মেধাবী ও অবিবাহিত) নির্বাচন করেন। নির্বাচিত ছাত্রীদের ছবি সহ উপবৃত্তির ফরম পূরণ করে প্রকল্পের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা হয়।

স্নাতক(পাস) পর্যায়ের উপবৃত্তি বিতরন

প্রকল্পের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১য়, ২য় ও ৩র্থ বর্ষের ACTSS (বরাদ্দপত্র) প্রেরণ করেন। সে মোতাবেক প্রতিষ্ঠানপ্ রধানগণের উপস্থিতিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ব্যাংক কর্মকর্তার মাধ্যমে যোগ্য ছাত্রীদের হাতে টাকা বিতরণ করা  হয়।